80s toys - Atari. I still have

BDForhad
Hi,welcome to my site.For any help or suggestion visit and Like our Facebook Page

Blog

Azan Times For Worldwide,একটি অসাধারণ ইসলামিক জাভা অ্যাপ।Android User দের মতো জেনে নিন নামাজের সময়সূচী আপনার জাভা ফোনে।

আসসালামু আ'লাইকুম।কেমন আছেন সবাই?
আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ একটা জাভা অ্যাপ।অ্যাপটা একদম Android অ্যাপ এর মতো।অ্যাপটি যারা নামাজ পড়েন এরকম জাভা ইউজারদের জন্য সবচেয়ে দরকারী।

প্রথমে অ্যাপটার কিছু তথ্য জেনে নিন।

App Name: Azan Times For World Wide,
Size: 882 kb,
Version: 3.3



অ্যাপটার ফিচার just অসাধারণ।যা আপনার ভালো লাগতে বাধ্য।এবার অ্যাপটার কিছু ফিচার জেনে নিন।
  • পাঁচ ওয়াক্ত নামাজের ওয়াক্তের শুরুর সময় এবং সূর্যোদয় এর সময় জানতে পারবেন।
  • পরবর্তী ওয়াক্ত আসতে আর কত সময় বাদ আছে তা জানতে পারবেন।
  • ক্বেবলা কোন দিকে তা জানতে পারবেন।
  • হিজরী তারিখ জানতে পারবেন
  • App টি আন্তর্জাতিক।তাই পৃথিবীর সব দেশের যেকোনো শহর এর তালিকা থেকে শহর সিলেক্ট করতে পারবেন।
  • বাংলাদেশের অনেক গুলো শহর এর তালিকা আছে।যদি সেখানে আপনার জেলা খুজে না পান তাহলে Customize City তৈরি করতে পারবেন।
  • আসরের ওয়াক্তের জন্য দুই ধরণের calcutions সিস্টেম পাবেন, standard এবং hanafi .
  • প্রতিটি ওয়াক্তের সাথে আলাদা আলাদা করে সময় কম বেশি করতে পারবেন।
  • আরো অনেক গুলো ফিচার পাবেন।সত্য বলতে সবগুলো মনে করতে পারছি না।



    • এবার জেনে নিন কিভাবে আপনার location সেট করবেন। অ্যাপটা অপেন করার পর menu থেকে settings এ যান।তারপর Change city অপশন সিলেক্ট করে ওকে করেন।এবার দেশের নামের প্রথম অক্ষর (বাংলাদেশের জন্য B) সিলেক্ট করে ওকে করেন।এবার আপনার জেলার নামের প্রথম অক্ষর সিলেক্ট করে ওকে করেন।যদি আপনার জেলা খুজে না পান।তাহলে আপনার বিভাগ টি খুজে বের করতে পারেন।আর যদি মনে করেন আপনার জেলা সেট করবেন তাহলে cancel করে দেন।এবার settings এ গিয়ে Customize city সিলেক্ট করে ওকে করেন।এবার নিচের স্টেপগুলো ফলো করেন।
      City: আপনার জেলার নাম।
      State: আপনার বিভাগ।এটা না দিলেও সমস্যা নেই।
      Country: দেশের নাম।
      Latitude: আপনার জেলার অক্ষাংশ।এটা 20.34-26.38 এর ভিতরে হবে।কারণ এটা বাংলাদেশের অক্ষাংশ।
      Longitude: আপনার জেলার দ্রাঘিমা।এটা 88.01-92.41 এর ভিতরে হবে।কারণ এটা আমাদের দের দ্রাঘিমা।


      google এ গিয়ে " 'জেলার নাম' জেলার অক্ষাংশ " এভাবে লিখে search দিলে আপনার জেলার অক্ষাংশ এবং দ্রাঘিমা জানতে পারবেন।
      Time zone: বাংলাদেশের time zone হলো +6 GMT. তাই এখানে 6.0 দিবেন।Daylights Saving off দিয়ে ওকে করে দেন।তাহলে আপনার জেলার সময় দেখতে পাবেন।

      এবার অ্যাপটার সম্পর্কে কিছু কথা।অ্যাপটাতে প্রথমে ডিফল্ট ভাবে যা সেট করা থাকে তার থেকে শুধু দুটি setting পাল্টালেই চলে।
      একটা আপনার location যেটা কিভাবে করবেন তা এক্ষুণি বললাম।
      আর দ্বিতীয় টা হলো Calculation Method থেকে Juristic method অর্থাৎ আসরের সময় নির্ধারণের পদ্ধতি।এখানে ডিফল্ট হিসেবে standard থাকে।প্রয়োজন হলে hanafi সেট করতে পারবেন।আর কিছু না পাল্টালেও চলবে।

      setting চেন্জ করার সময় প্রতিক্ষেত্রে প্রথমে কার্সর setting option এ নিয়ে গিয়ে 5 চেপে সিলেক্ট করে নিবেন ।তারপর OK করবেন।নাহলে কাজ হবে না।

      অ্যাপ সম্পর্কে তো অনেক কিছু পড়লেন কিন্তু download link ই তো দেয়া হলো।যদি অ্যাপটা ডাউনলোড ই না করেন তাহলে এত কিছু জেনে লাভ কি! download করতে এখানে ক্লিক করেন। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট করেন অথবা আমাদের Facebook Page এ Message দিন।
      আরো ভালো ভালো Apps এবং Games পেতে আমাদের website টিতে নিয়মিত visit করুন।
      ধন্যবাদ
back to post list
This post has no comments - be the first one!

UNDER MAINTENANCE


Designed By: Md Forhad Hossain